ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০১৮-১৯ সালের প্রশ্ন থেকে

ডেন্টাল ভর্তি প্রস্তুতি
ডেন্টাল ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টাল এর ২০১৮-১৯ সালের সমাধানসহ প্রশ্ন।

 

1. 60 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে। মিনিট পর এর বেগ 10ms হবে?

(a) 10 N 
(b) 05 N 
(c) 40 N
(d) 20 N

2. What is the singular of Appendices"? 

(a) Appendix
(b) Appendice 
(c) Appendis  
(d) Appendic

3. নিচের কোন বৈশিষ্ট্যটি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না?

(a) উচ্চতা
(b) আকৃতি 
(c) ত্বকের বর্ণ 
(d) বুদ্ধিমত্তা 

4. বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি?

(a) Mosquifix
(b) Mosquirix 
(c) Mosquitrix  
(d) Mosquirelief  

 5. তারের রোধ বৃদ্ধির  জন্য নিচের কোনটি দায়ী?

(a) তারের দৈর্ঘ্য কমে গেলে
(b) তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে 
(c) তারের উষ্ণতা বৃদ্ধি পেলে 
(d) তারের আয়তন বৃদ্ধি পেলে

6. নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না?

(a) বহিঃকর্ণ 
(b) অল্পকর্ণ 
(c) ইউস্টেশিয়ান নালি  
(d) উপজিকরা

7. ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুয়ে নেয়?

(a) সাম্প্রতার ক্রিয়ায় 
(b) পৃষ্ঠশক্তির ক্রিয়ায় 
(c) কৈশিক ক্রিয়ায়
(d) পৃষ্ঠটানের ক্রিয়ায় 

8. কোবাল্ট কাচের ভিতর দিয়ে ক্যালসিয়ামের শিখা দেখতে কেমন হয়?

(a) ইটের মতো লাল
(b) গাঢ় লাল
(c) হালকা সবুজ
(d) নীলাভ সবুজ

9. তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

(a) হিমায়ন
(b) তাপ ইঞ্জিন
(c) লীন তাপ  
(d) হিমায়ক

10. সাম্প্রতিক কালে চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু, হংকং কে কোন ভূখন্ডের সাথে সংযুক্ত করেছে? 

(a) ম্যাকাও 
(b) বোর্নিও 
(c) তাইপে 
(d) বেডিং

11. 'আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি'? 

(a) The medium of instructions in Dental College is English in our country
(b) English is the method of teaching of Dental College in our country
(c) The medium of education in Dental College of our country is English 
(d) Dental Science is taught in English in our country 


12. বাংলাদেশের স্থানীয় সময় যখন সোমবার রাত ১২.০০, তখন গ্রিনিচমান সময় কত?

(a) সোমবার সন্ধ্যা ০৬.০০ 
(b) সোমবার সকাল ০৬.০০
(c) মঙ্গলবার দুপুর ১২.০০ 
(d) মঙ্গলবার সকাল ০৬.০০

13. নিচের কোন মৌলটি রঙ্গিন যৌগ গঠন করে না? 

(a) Co 
(b) Fe 
(c) Al 
(d) Cu 

14. ল্যান্থানাইড সিরিজের মৌল কোনটি?

(a) Ni 
(b) Nd
(c) Cs 
(d) Ce 

15. What Kind of Noun is 'Class'?

(a) Common
(b) Proper 
(c) Collective 
(d) Material

16. 'বন্য গোলাপ' (Rosa involucrata) বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?

(a) মধুপুর বনাঞ্চল
(b) পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল 
(c) রাতারগুল জলাবন
(d) সুন্দরবন 

17. ফেরোচৌম্বক পদার্থ নয় কোনটি?

(a) কোবাল্ট 
(b) নিকেল 
(c) বিসমাথ 
(d) লোহা


18. নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ?

(a) শ্রোণী অস্থিচক্র 
(b) বক্ষ অক্ষিচক্র
(c) করোটি 
(d) ফিমার 

19. চাঁদের মুক্তি বেগ কত?

(a) 11.2 km/sec
(b) 2.4 km/sec 
(c) 4.3 km/sec   
(d) 5 km/sec 

20. আনিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি?

(a) টারটারিক এসিড
(b) আইসোপ্রোপাইল অ্যালকোহল
(c) বোরাক্সা 
(d) ইথাইল বেনজয়েট 


21. Which one is the synonym of 'Bargain"?

(a) Counter
(b) Rip-off
(c) Negotiate 
(d) Disagreement 

22. মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে কী বলে?

(a) ক্যারিওকাইনেসিস 
(b) সাইটোকাইনেসিস 
(c) ডায়াকাইনেসিস 
(d) মেটাকাইনেসিস

23. জিলা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু?

(a) অকুলোমোটর স্নায়ু 
(b) গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু 
(c) অপটিক স্নায়ু 
(d) ট্রাইজেমিনাল স্নায়

24. নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? 

(a) Heparin
(b) immunoglobulin 
(c) interferone  
(d) histone protein 

25. Correct adjective of the word "Contempt' is-
 
(a) Contemptation 
(b) Contemptible
(c) Contemptable
(d) Contempting

26. মাশরুম নিচের কোন শ্রেণির অন্তর্ভুক্ত

(a) Ascomycetes
(b) Basidiomycetes 
(c) Deuteromycetes
(d) Zygomycetes

27. ATM- এর পূর্ণরূপ কোনটি?
 
(a) Automated Teller Machine
(b) Automatic Teller Machine 
(c) Any Time Machine 
(d) Automated Teller Money 

28. কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে 75kg হলে চাঁদে এর ভর কত?
 
(a) 70 kg
(b) 14 kg
(c) 75 kg 
(d) 280 kg
 
29. হাইড্রার এন্ডোডার্মিসের যেকোনো কোষ তৈরি করতে পারে কোনটি?

(a) পুষ্টি কোষ 
(b) ইন্টারস্টিশিয়াল কোষ
(c) গ্রন্থি কোষ
(d) সংবেদী কোষ 

30. হ্যাচ-স্ল্যাক চক্রের প্রথম যৌগ কোনটি?
 
(a) ৩-ফসফোপ্তিসারিক এসিড 
(b) অক্সালো এসিটিক এসিড 
(c) কিটো এসিড 
(d) রাইবুলোজ ১.৫-বিসফসফেট 

31. 'প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট ২০১৮' এর আয়োজনকারী দেশ- 

(a) ভারত 
(b) মালয়েশিয়া
(c) ইন্দোনেশিয়া   
(d) সিঙ্গাপুর
 
32. সস্টিং প্রক্রিয়ায়, খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটি ঘটে?

(a) osmosis
(b) imbibation 
(c) diffusion 
(d) conduction
 
33. চোখের লেন্স ও রেটিনার মধ্যে অবস্থান করে নিচের কোনটি?

(a) ভিট্রিয়াস হিউমার 
(b) হিমোসিল 
(c) কর্নিয়া 
(d) অ্যাকুয়াস হিউমার

34. সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি?
 
(a) Treponema pallidum 
(b) Neisseria gonorrhoeae
(c) Treponema vaginalis
(d) Trichomonas vaginalis

35. টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়?

(a) Ca(OH)
(b) NaOH 
(c) Ca(CIO):   
(d) CHOH


36. স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কযুক্ত নয়?

(a) স্ট্রোক
(b) টাইপ-১ ডায়াবেটিস মেলাইটাস 
(c) উচ্চ রক্তচাপ 
(d) ক্যান্সার

37. কোন দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে?

(a)>10°
(b) <10°
(c)>15  
(d) <20 

38. ইনজেকশন সিরিঞ্জ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? 

(a) টেফলন 
(b) পলিস্ট্যারিন 
(c) পলিভিনাইল ক্লোরাইড
(d) টেরিলিন 

39. তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষন করা হয়? 

(a) স্বর্ন
(b) লোহা
(c) রূপা
(d) সীসা

40. নিচের কোনটি মিশ্র এস্থির উদাহরণ নয়?
 
(a) ডিম্বাশয় 
(b) এড্রেনাল গ্রন্থি 
(c) অ্গ্ন্যাশয় 
(d) আগ্রিক গ্রন্থি

41. শব্দের কোন বৈশিষ্টোর জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙ্গে যায়?

(a) স্বরকম্প
(b) মুক্ত কল্পন
(c) পরবশ কম্পন 
(d) তীব্রতা  

42. শুন্ধকোষে তড়িৎ উত্তেজকরূপে কোনটি ব্যবহৃত হয়?

(a) H₂O
(b) H:CO 
(c) NHACI 
(d) MnO2 

43. নিচের কোনটি সিরামিক তৈরির কাচামাল নয়?

(a) সিলিকা 
(b) কেউলিন 
(c) যেলম্পার 
(d) মূলাইট

44. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রন্থের সঠিক অনুপাত কোনটি?

(a) 11:7 
(b) 11:8. 
(c) 8:5
(d) 10:6 

45. রিকম্বিনেন্ট DNA তৈরি করার জন্য নিচের কোন এনজাইমটির প্রয়োজন হয়?

(a) DNA polymerase 
(b) RNA polymerase
(c) DNA ligase
(d) restriction endonuclease 

46. মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কী?
 
(a) বোমান্স ক্যাপসুল  
(b) স্পিনিক ক্যাপসুল
(c) রেনাল ক্যাপসুল
(d) গ্লিসনস ক্যাপসুল 
 
47. শরৎকালে কোন সময়ে শিশির পড়ে?

(a) মেঘমুক্ত রাতে
(b) পূর্ণিমার রাতে
(c) অমাবস্যার রাতে 
(d) মেঘলা রাতে

48. Far-IR রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়? 

(a) জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে 
(b) বেদনা উপশমে 
(c) সিটি স্ক্যানিং এর
(d) জাল টাকা শনাক্তকরণে

49. সাইনুসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটি?

(a) কাশি  
(b) বমি
(c) জ্বর 
(d) মাথা ব্যথা 

50. স্টার্চকে মস্টোজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়?

(a) সুক্রেজ
(b) মল্টেজ 
(c) জাইমেজ
(d) ডায়াস্টেজ 

51. ন্যাপথলিনের বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়?

(a) আংশিক পাতন
(b) স্টিম পাতন 
(c) উর্ধ্বপাতন   
(d) নিম্নচাপ পতন

52. ফ্লেমিং এরা 'বাম হস্ত নিয়মানুসারে' বৃদ্ধাঙ্গুলি নিচের কোনটি নির্দেশ করে? 

(a) চৌম্বক ভ্রামক 
(b) পরিবাহীর বিক্ষেপ
(c) চৌম্বক আবেশ ক্ষেত্র
(d) বিদ্যুৎ প্রবাহ

53. নিচের কোন তথ্যটি সঠিক?

(a) নিরক্ষীয় অঞ্চলে g এর মান সর্বাধিক 
(b) পৃথিবীর অভ্যন্তরে নামলে ৫ এর মান বাড়ে 
(c) নিরক্ষীয় অঞ্চলে g এর মান সর্বনিম্ন 
(d) মেরু অঞ্চলে ৪ এর মান সর্বনিম্ন
 
54. বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কী বলে? 

(a) বলের ঘাত 
(b) ঘাত বল 
(c) ভ্রামক 
(d) শক্তি 
 
55. Fill up the blank with correct option. "Do not hanker.... money

(a) to 
(b) for
(c) on 
(d) after 

56. ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়? 

(a) অকটেন 
(b) পেট্রোল 
(c) ক্রিসল
(d) বেনজিন  


57. WHO অনুমোদিত, পানির দূষণের COD (chemical Oxygen Demand) এর সর্বোচ্চ মাত্রা কত? 

(a) 20.0 mg/L 
(b) 15.0 mg/L 
(c) 10.0 mg/L  
(d) 05.0 mg/L রূপান্তরিত হয়।

58. প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে LNG তে রুপান্তরিত হয় ?

(a)-160°R 
(b) 150°C 
(c) +16°C   
(d)-160°C 

59. Which pair of words is synonymous? 

(a) adultration, abdulthood 
(b) obsolete, absolute 
(c) uncouth, uncivilized. 
(d) outest, setting out

60 . অর্ধপরিবাহী নয় কোনটি? 

(a) সিলিকন 
(b) অস্ত্র 
(c) জার্মেনিয়াম 
(d) সেলিনিয়াম

61. কোন রোগের নিরাময় চিকিৎস্য আবিষ্কারের জন্য ২০১৮ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে? 

(a) TB 
(b) AIDS 
(c) Cancer
(d) Leprosy

62 . কোন জাতীয় কয়লার জ্বালানী মান বেশি?

(a) লিগনাইট 
(b) বিটুমিনাস
(c) পিট 
(d) অ্যানঘ্রাসাইট

63. মধ্যচ্ছদার উপস্থিতি বা presence of diaphragm কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? 

(a) reptilia
(b) aves 
(c) amphibia 
(d) mammalia

64. বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা কত? 

(a) দুই হাজারটি 
(b) বিশ হাজারটি   
(c) বিশটি 
(d) দুইশতটি
 
65. X-ray এর জন্য সঠিক কোনটি?

(a) আলোর চেয়ে কম বেগে চলে পোর
(b ) জীবিত কোষকে ধ্বংস করতে পারে না 
(c) বিদ্যুৎ চৌম্বকীয় উলম্ব তরঙ্গ
(d) জিনের চারিত্রিক গুণাবলির পরিবর্তন ঘটায়.

66. আমরা অলস লোকদের পছন্দ করি না। Choose the correct English translation.

(a) We are not liked the idle people. 
(b) We did not like idle poople. 
(c) We do not like idle people.
(d) Idle people are not our liking.

67. 'আলোর তরঙ্গ তত্ত্ব' প্রদান করেন কোন বিজ্ঞানী? 

(a) ক্রিশ্চিয়ান হাইগেনস
(b) আলবার্ট আইনস্টাইন 
(c) মাইকেল ফ্যারাডে 
(d) টমাস ইয়ং

68. নিচের কোন কণার প্রতিকণ্য নেই? 

(a) ইলেকট্রন 
(b) হ্যাড্রন 
(c) লেপটন
(d) ফোটন

69. অম্লীয় মাধ্যমে ফেনল রেড কী বর্ণ ধারণ করে? 

(a) নীল
(b) লাল 
(c) বেগুনি
(d) হলুদ 

70. নিচের কোনটিতে ইন্নিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? 

(a) পেয়ারা (Psidium guajava) 
(b) কালকাসুন্দা (Cassia sophera) 
(c) সরিষা (Brassica napus) 
(d) জবা (Hibiscus rosa-sinensis)

71. ডিম্বকনাড়ী নিষেকের পর কিসে পরিণত হয়? 

(a) টেস্টা
(b) বীজের বোঁটা
(c) বীজ  
(d) ফল 

72. "The rose is a fragrant flower' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ-
 
(a) গোলাপ কমনীয় ফুল    
 (b) গোলাপ নয়ন নন্দন ফুল  
(c) গোলাশ সুগন্ধি ফুল
 (d) গোলাপ সুন্দর ও আকর্ষণীয় ফুল

73. 'আলোকিত মানুষ তৈরি' কোন সংগঠনের উদ্দেশ্য?
 
(a) বিশ্ব সাহিত্য কেন্দ্র 
(b) গ্রামীণ ব্যাংক 
(c) ব্র্যাক
(d) এশিয়াটিক সোসাইটি  

74. আন্তর্জাতিকভাবে স্বীকৃত, হ্যাজার্ড (hazard) সিম্বল এর সংখ্যা কতা 

(a) ০৫ টি 
(b) ১২ টি 
(c) ০৪ টি 
(d) ১০ টি 

75. কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কী বলে?

(a) সোয়ার্জশিন্ড ব্যাসার্থ
(b) নেবুলা
(c) ঘটনা দিগন্ত 
(d) সাদ্য বামন 

76. ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে?

(a) রেডিওতে 
(b) ক্যামেরায় 
(c) টেপরেকর্ডারে 
(d) টেলিভিশনে

77. E.coli ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? 

(a) ভিটামিন-B₂
(b) ভিটামিন-E 
(c) ভিটামিন-K  
(d) ভিটামিন-B12

78. রুই মাছের হৃৎপিণ্ডকে কী নামে অভিহিত করা হয়? 

(a) দ্বিচক্র হৃৎপিণ্ড
(b) শিরা হৃৎপিণ্ড
(c) বহুচক্র হৃৎপিণ্ড   
(d) ধমনী হৃৎপিণ্ড 

79. একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত? 

(a) ২টি
(b) ৪টি 
(c) ৩টি 
(d) ৬টি  

80. কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়?

(a) Chitin 
(b) lipoprotein 
(c) keratin 
(d) cellulose 

81. 'কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করল' Choose the correct English translation.
 
(a) The authorities took him to book. 
(b) The authorities took him to task.
(c) The authorities threatened him. 
(d) The authorities gave remainder to him. 

82. কোনটি সেরেব্রামের কাজ নয়?

(a) বৃদ্ধিবৃত্তি 
(b) ইচ্ছাশক্তি 
(c) স্মৃতিশক্তি
(d) শ্বাসপ্রশ্বাসের হার

83. Which one is the of 'Cunning'?
 
(a) Manipulative lative
(b) Artful antonym  
(c) Guileless 
(d) Wily

84. 50 gm ডিমের খাদ্য শক্তিমান কত?

(a) 307.5 KJ 
(b) 660.50 KJ 
(c) 651.05 KJ 
(d) 561.05 KJ

85. Which one of the following statement is the most appropriate for 'Obey your traffic rule'?

(a) This is for your rapid transport law of the 
(b) This is the law country 
(c) This is the teaching of the "Traffic Week" 
(d) This is for your own safety 

86 . কোন দোলক শিণ্ডের ব্যাস কমানো হলে কোন ঘটনাটি ঘটবে?

(a) দোলক আছে চলনে
(b) নোলকের কোনো পরিবর্তন হবে না 
(c) দোলনকাল বাড়বে 
(d) দোলক দ্রুত চলবে 

87. ক্ষারীয় মাটির pH কমাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? 

(a) KNO
(b) NaOH 
(c) Cao 
(d) Ca(OH)2 

88. LPG সিলিন্ডারের লিক শনাক্তের জন্য নিচের কোনটি ব্যবহৃত 

(a) CH2SH
(b) CHOH
(c) CH3OH 
(d) CH3SH 

89. বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 

(a) ১৬৫০ টাকা
(b) ১৭০০ মার্কিন ডলার 
(c) ৩৪৪০ মার্কিন ডলার 
(d) ১৭৫২ মার্কিন ডলার

90. 'রবিবার হতে বৃষ্টি হইতেছিল'। Choose the correct English Translation.

(a) It had been raining since Sunday 
(b) It rained since Sunday 
(c) It has been raining from Sunday 
(d) It was raining from Sunday

91. 'চেয়ে দেখো মোর আছে বড়ো- জোর মরিবার মতো ঠাই'। চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাগ্রস্থের অংশ?

(a) সঞ্চয়িতা
(b) সোনার তরী
(c) চৈতালী  
(d) বীতাঞ্জলি

92. নিচের কোন রাসায়নিকটি প্যারাসিটামল নামে বাজারে পাওয়া যায়? 

(a) অ্যাসিটালহাইড্রোক্লোরাইড 
(b) অ্যাসিটোঅ্যামিনোফেন 
(c) অ্যাসিটামাইড 
(d) অ্যাসিটালডিহাইড 

93. নিচের কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয়?

(a) চড়ুই
(b) চামচঠোঁটি কাদাখোচা  
(c) হিমালয়ান পার্টিজ 
(d) গোল্ডেন প্রোভার

94. বিশ্ব হাত ধোয়া দিবস' কবে পালিত হয়?

(a) ১৭ই অক্টোবর 
(b) ১৫ই অক্টোবর 
(c) ১৫ই নভেম্বর  
(d) ১৫ই জানুয়ারি 

95. মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000/dl এর চেয়ে কমে গেলে সেই অবস্থাকে কী বলে?

(a) leukopenia
(b) leukaemia
(c) thrombocytopenia
(d) polycythemia 

96, 'দাঁত থাকিতে দাঁতের মর্যাদা নাই'? Choose the correct English translation of this proverb. 

(a) Teeth are not Valued till they are loose
(b) Teeth are not taken care till they are gone 
(c) Blessings are not valued till they are gone 
(d) We do not value the healthy teeth 

97. জ্যান্থোফিলের বর্ণ কী?

(a) সবুজ 
(b) লাল 
(c) হলুদ
(d) কমলা 

98. What is the synonym of - "Degrading"? 

(a) Lowering 
(b) Corrupting
(c) Damning
(d) Minimizing

99. পরীক্ষাগারে নিচের কোন দ্রবণটির ব্যবহার সবচেয়ে বেশি? 

(a) নরমাল দ্রবণ 
(b) মোলার দ্রবণ 
(c) মোলাল দ্রবণ 
(d) ফরমাল দ্রবণ 

100. নিচের কোনটি লঘু তেলের উদাহরণ নয়? 

(a) ক্রিসল
(b) অ্যানিলিন 
(c) পিরিডিন 
(d) বেনজিন

Ans : 1.A 2. A 3.B 4.B 5.C 6.B 7.C 8.C 9.A 10.A 11.C 12.A 13.C 14.B 15.C 16. C 17.C 18.C 19.B 20.BLANK 21.C 22.D 23.B 24. C 25.B 26.B 27.A 28.C 29.B 30.B 31.B 32.B 33.B 34.B 35.C 36.B 37.B 38.C 39.D 40.D 41.C 42.C 43.D 44.D 45.D 46.D 47.A 48.B 49. D 50.D 51.C 52.B 53.C 54.A 55.D 56.D 57.C 58.D 59.C 60.B 61.C 62.D 63.D 64.C 65.D 66.C 67.A 68.D 69.D 70.B 71.B 72.C 73.A 74.D 75.C 76.D 77.B 78.B 79.D 80.D 81. B 82.D 83.C 84.A 85.B 86.D 87.A 88.D 89.BLANK 90.A 91.BLANK 92.B 93.A 94.B 95.A 96.C 97.C 98.A 99.B 100.A


সর্বশেষ সংবাদ